সাতক্ষীরায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জজ কোর্টের সামনে এ ঘটনটি ঘটে।
নিহত সিরাজুল ইসলাম শহরের কাটিয়া গ্রামের রওশান আলির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম মোটরসাইকেল যোগে জজকোর্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে দ্রুত গতি সম্পন্ন একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। মটর সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
Please follow and like us: