মেট গালায় নারী তারকার সাজপোশাক (ছবিসহ)
বিনোদন ডেস্ক:
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে সোমবার অনুষ্ঠিত হলো ‘মেট গালা উৎসব’। এটাকে কস্টিউম ইনস্টিটিউট গালাও বলা হয়। এটি মেট বল নামেও পরিচিত।
গত বছরের মতো এবারো ভারতীয় তারকাদের মধ্যে এই উৎসবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। এবার উৎসবের থিম ‘হেভেনলি বডিস: ফ্যাশন অ্যান্ড দ্য ক্যাথলিক ইমাজিনেশন’।
মেট গালা ২০১৮-তে রালফ লরেনের নকশা করা একটি মখমলের গাউন পরেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে সোনালি রঙের হুড; যা এবার থিমের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায়। আর দীপিকার পরনে ছিল প্রবাল গৌরাঙ্গের নকশা করা একটি আধুনিক ছাটের লাল গাউন, যা কোনোভাবেই মেট গালার থিমের সঙ্গে যায় না।
আর এ কারণে অনলাইনে দীপিকাকে ধুয়ে দেয়া হচ্ছে। ‘ফ্যাশন পুলিশ’ এই নায়িকার ফ্যাশন সেন্স নিয়েও প্রশ্ন তুলছেন। তবে বেমানান ও অসুন্দর পোশাক পরার ক্ষেত্রে দীপিকা এবারই প্রথম নন, এর আগেও তিনি খারাপ ফ্যাশনের কারণে নিন্দিত হয়েছেন।
ছবিতে দেখে নিন মেট গালায় অংশ নেয়া কয়েকজন নারী তারকার সাজপোশাক: