কুশখালীতে পলাশ শিশু ক্লাবের মাসিক সভা
শহর প্রতিনিধি :
সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র পলাশ শিশু ক্লাবের আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় পলাশ সোস্যালাইজেশন সেন্টারে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
পলাশ শিশু ক্লাবের সভাপতি মোছা. তন্নি খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক মো. আতিক ইকবাল, সহ-সভাপতি সাথী খাতুন, সাংগঠনিক সম্পাদক ঋত্বিকা আমিন, কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য হেনা খাতুন, ইয়ুথ ভলান্টিয়ার শারমিন আরা পারভীন, হাবিবুর রহমান সহ শিশু ক্লাবের সকল সদস্যবৃন্দ।
কেন্দ্রে শিশুদের খেলাধুলা ও লেখাপড়া মান বাড়াতে সভায় আলোচনা করা হয়। এছাড়া চাইল্ড প্রটেকশন ও চাইল্ড সেফ গার্ডিং পলিসি নিয়ে আলোচনা করা হয়।
কমিটির সদস্যদের ফেলনা থেকে খেলনা তৈরি এবং তা সকলের মাঝে ছড়িয়ে দিতে আহবান জানানো হয়।
সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জি.সি.সি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।