কলারোয়ার হোলডিং ট্যাক্স আদায়ে জালিয়াতির অভিযোগে আটক চার
স্টাফ রিপোর্টার:
বাড়ি বাড়ি যেয়ে হোলডিং ট্যাক্স আদায়ে জালিয়াতি করার অভিযোগে সাতক্ষীরার কলারোয়ার জয়নগর ইউনিয়নে চার যুবককে আটক করেছে গ্রামবাসী। তাদের কাছ থেকে নগদ টাকাসহ টাকা আদায়ের কিছু ভুয়া রসিদও জব্দ করা হয়েছে।
তবে জয়নগর ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বলেন তাদেরকে আটকানো হয়েছে হিসাব পরিস্কার করার জন্য। তিনি বলেন তাদের কাছে দেওয়া রশিদ ফুরিয়ে যাওয়ায় নিজেরা নতুন রসিদ তৈরি করে জালিয়াতির আশ্রয় নিয়েছিল।
গ্রামবাসী জানান, গত দুই মাস ধরে বেশ কয়েকজন যুবক জয়নগর ইউনিয়নের বাড়িতে বাড়িতে যেয়ে বাড়ির হোলডিং ট্যাক্স আদায় করেছে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আজ মঙ্গলবার রাতে চারজনকে আটক করে ইউনিয়ন পরিষদে সোপর্দ করা হয়। তাদেরকে একটি কক্ষে চৌকিদার পাহারায় রাখা হয়েছে। তবে এলাকা বাসির ধারণা এর সাথে বড় কোন নেতার হাত রয়েছে।
আটককৃত যুবকরা হলেন দলনেতা নয়ন (২৮), সোহাগ(৩২), এনামুল(২১)ও হায়দার আলি (৩১)। তাদের সবার বাড়ি কুষ্টিয়া, যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে। আরও পাঁচজন পালিয়ে গেছে বলে জানান গ্রামবাসী।
জয়নগর ইউপি সচিব আসাদুল ফারুক জানান, প্রতিটা রশিদ মিলিয়ে দেখা হচ্ছে কি পরিমান টাকা তারা আদায় করেছে তা জানান জন্য । তিনি আরও জানান ৬০টি রশিদের মধ্যে ৪০টা ভূয়া পাওয়া গেছে। চেয়ারম্যার সাহেব ঢাকা থেকে রাতে ফিরছে। আটক চার ব্যক্তির কি করা হবে তা পরে জানানো হবে।