ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে: তালার নবাগত ওসি
তালা প্রতিনিধি:
তালা থানায় নবাগত ওসি হিসাবে গত মঙ্গলাবার যোগদান করেছেন মেহদী রাসেল। এসময় তার অফিস কক্ষ ফুলে ফুলে ভরে যায়। বিভিন্ন অফিস থেকে শুরু করে সাধারণ মানুষরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান এবং বিদায়ী ওসি হাসান হাফিজুর রহমান দীর্ঘ দিন যাবত সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন বলে তার দীঘায়ু কামনা করে ফুলের শুভেচ্ছা জানান।
নবাগত ওসি মেহেদী রাসেল যশোর জেলার বাঘারপাড়া উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দীর্ঘ দিন যাবৎ নড়াইল সদর থানায় কর্মরত ছিলেন। নড়াইল সদর থানায় থাকাকালীন সময়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নড়াইল থাকাকালীন অবস্থাায় তার এলাকায় মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ সহ যাবতীয় অন্যায় অত্যাচার কঠোর হাতে দমন করেন।
একান্ত সাক্ষাতকারে তালা থানার নবাগত ওসি দৈনিক সাতক্ষীরাকে বলেন, এলাকার সকল মানুষকে ঐক্যবদ্ধ ভাবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। আর যাদের উপর এই দ্বায়িত্ব সেই তরুণ সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। তাদের ফিরিয়ে এনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।