আফ্রিকায় ইবোলার আঘাতে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে মধ্য আফ্রিকান দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআর কঙ্গো)। এতে প্রায় ১৭ জন নিহত হয়ছেন।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিকোরো অঞ্চলে ইবোলার প্রাদুর্ভাবের ঘোষণা দেয় দেশটির সরকার।
মঙ্গলবার ডিআর কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দুইটা এলাকায় ইবোলা শনাক্ত হয়েছে এবং এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছে।
এর আগে ইবোলা ভাইরাসে চারজন মারা গেছেন জানা গেছে।
সম্প্রতি গবেষণাগারে দুইটি কেস শনাক্ত এবং এ ভাইরাসে আক্রান্ত পাঁচজন সম্পর্কে নিশ্চিন্ত হবার পর ভাইরাসটির প্রাদুর্ভাবের ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
২০১৪ সালে গায়েনা, সিয়েরা লিউন, লাইবেরিয়া সহ পশ্চিম আফ্রিকার দেশসমূহে ইবোলা মহামারীতে ১১ হাজারের বেশি মানুষ মারা যায়।
Please follow and like us: