জাফর ইকবালের ওপর আবারো হামলার সন্দেহে শিক্ষার্থী আটক
ডেস্ক রিপোর্টঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার দুই মাসের মাথায় আবারো হামলার সন্দেহে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে জাফর ইকবালের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাকিবুল ইসলাম রাকিব সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে জাফর ইকবালের সঙ্গে দেখা করে দোয়া নিতে আসেন রাকিব। কথা বলার একপর্যায়ে তাকে জোহরের নামাজ পড়ার কথা বলেন এই শিক্ষার্থী। এতে তার সন্দেহ হয়। পরে আমাদের খবর দেয়া হলে আমরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসি।
রাকিব অন্য কোনো উদ্দেশ্য নিয়ে জাফর ইকবালের কাছে এসেছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন ওসি।
উল্লেখ্য, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ফয়জুর রহমান নামে এক যুবক জাফর ইকবালের ওপর হামলা করে। পরে চিকিৎসা শেষে তিনি ২ এপ্রিল কর্মস্থলে যোগ দেন।