সেক্সি মানে পোশাক নয় অ্যাটিটিউড!
বিনোদন ডেস্ক:
নিয়া শর্মা। ‘এশিয়াস সেক্সিয়েস্ট উওম্যান’য়ের তালিকায় দ্বিতীয়। ওই প্রতিযোগিতায় এশিয়ার সেক্সিয়েস্ট টিভি অভিনেত্রী হিসেবে দ্বিতীয় পুরস্কার পান তিনি। ক্যাটরিনা কইফ, আলিয়া ভাটদের পিছনে ফেলে তিন নম্বরে থাকা নিয়া শর্মা কোনো ফিল্ম তারকা না হয়েও ফেসবুক থেকে টুইটারে সাহসী ছবি দিয়ে তিনি সাড়া ফেলে দিয়েছেন তিনি।
পর্দায় তাকে দেখা গিয়েছিল জনপ্রিয় রিয়্যালটি শো ‘খতরো কে খিলাড়ি ৮’-এ। এশিয়ার দ্বিতীয় সেক্সিয়েস্ট মহিলা নিয়া শর্মা ফের ফিরছেন পর্দায়। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নিয়ার এ বারের ফেরা যেমন-তেমন করে নয়। ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসিরিজ বিক্রম ভাটের ‘টুইস্টেড’-এর দ্বিতীয় ভাগে আরো বোল্ড অবতারে ফিরছেন এ অভিনেত্রী।
নিয়া শর্মা বলেন, বর্তমান প্রজন্ম আসলে প্রেম, বন্ধুতা, কোনো সম্পর্কের মধ্যে দিয়েই পুরপুরি যেতে চায় না। সব হাফ ডান। বিক্রম সাব এই ওয়েব সিরিজে সেই জায়গাগুলো খুব ভাল ভাবে ধরেছেন। তার সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে অনেক কিছু শিখছি।
নিজেকে কী ভাবে দেখেন, এমন প্রশ্নের জবাব নিয়া বলেন, লোকে আমার ছবি দেখে সেক্সি সেক্সি করে লাফায়। আমি নিজেকে ওই ভাবে কখনো দেখি না! আমার কাছে সেক্সি মানে খোলামেলা পোশাক নয় বরং এক ধরনের অ্যাটিটিউড। কাউকে আকর্ষণ করার জন্য আমি পোশাক পরি না। আমার যেমন ইচ্ছে, আমাকে যা মানায় আমি সেই পোশাকই পরি।