গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছে সাতক্ষীরার কুশখালীর ইউপি সদস্য রিপন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন রিপনের বিরুদ্ধে’ এক গৃহবধূ(৩৫)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই গৃহবধূ বাদি হয়ে রিপনকে আসামী করে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতে মামলা করেছেন। গত ২৭ এপ্রিল এ ঘটনা ঘটে বলে মামলার বিবরণে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী একজন দিনমজুর। স্বামীর অবর্তমানে আসামী রিপন বাড়িতে এসে গল্পগুজব করতো। এক পর্যায়ে আসামী রিপন গৃহবধূকে কু-প্রস্তাব দিলে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানায়। পরে গৃহবধূর স্বামী এলাকার কয়েকজনের মাধ্যমে আসামী রিপনকে এ ব্যাপারে সতর্ক করে। আসামী রিপন এলাকার প্রভাবশালী ও সরকার দলীয় মেম্বর হওয়ায় গত ১৩ মার্চ তিনি ওই গৃহবধূর স্বামীকে গাঁজা দিয়ে চালান করান। এরপর স্বামীকে জেলহাজত থেকে ছাড়িয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আবার ও কু-প্রস্তাব দেয় ওই মেম্বর। গত ২৭ এপ্রিল গৃহবধূ তার ছোট মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। গৃহবধূর স্বামী জেলহাজতে থাকার সুযোগে ওইদিন রাত আনুমানিক ১১ টার দিকে বাঁশের বেড়ার দরজা কৌশলে খুলে গৃহবধূর ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। তখন গৃহবধূর চিৎকারে তার মেয়ে জেগে যায় ও ছেলেদ্বয় ছুটে আসলে আসামী রিপন পালিয়ে যায়।
মামলা তুলে নিতে পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি দিচ্ছে জানিয়ে ওই গৃহবধূ বলেন, মামলা তুলে না নিলে আমার ছেলেদের গাঁজা দিয়ে চালান করে দেবে বলে হুমকি দিচ্ছে এবং আমাদেরকে ভিটেবাড়ি হতে উচ্ছেদ করবে বলেও বিভিন্ন জনের সাথে বলে বেড়াচ্ছে।
অভিযুক্ত ইউপি সদস্য ফারুক হোসেন রিপনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত ব্যাপারে আমার কোন বক্তব্য নেই।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালতের আ্যাড. আকবর আলী মামলার বিষটির সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: