কলারোয়ায় কিশোর -কিশোরী সম্মেলন’র প্রস্তুতি সভা
কামরুল হাসান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় কিশোর -কিশোরী সম্মেলন উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ। পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের আয়োজনে এনজিও সাস এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মুনায়েম হোসেন, সহকারী শিক্ষক লাল্টু প্রমুখ। সভার সিদ্ধান্ত মতে আগামী ১৪ মে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে সকাল ১০ টায় উপজেলার ৬ টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি কলেজ ও ২ টি মাদরাসা থেকে ১০ জন করে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী প্রতিযোগিতামূলক ৩০ নম্বরের বিষয়ভিত্তিক একটি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। যার সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মিনিট। এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।