ওআইসির ঢাকা ঘোষণা নিয়ে পাকিস্তানের আপত্তি নাকচ বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট:
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে প্রচারিত ‘ঢাকা ঘোষণা’ নিয়ে পাকিস্তানের আপত্তি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।
সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত রোববার ঢাকায় ওই সম্মেলন শেষ হয়। সেখানে পাকিস্তানের প্রতিনিধিদলও অংশ নেয়।
কিন্তু সোমবার দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা কিংবা তাদের মতামত না নিয়েই ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের পর ‘ঢাকা ঘোষণা’ প্রচার করে।
ওই ঘোষণা, পররাষ্ট্রমন্ত্রীদের ফোরাম এবং সম্মেলনের দলিলসহ ওআইসির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত অবস্থানকে ক্ষুণ্ন করেছে বলেও দাবি করে পাকিস্তান।
পাকিস্তানের এ বক্তব্যের জবাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘ঢাকা ঘোষণা’র মূল খসড়া ওআইসি সচিবালয় তৈরি করে। পরে কিছু সদস্য দেশ, ওআইসির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্বাগতিক দেশের পরামর্শে অতিরিক্ত অনুচ্ছেদ এতে সংযোজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে গৃহীত হওয়ার আগে পরামর্শগুলো যুক্ত করা হয়। তবে পাকিস্তান ঘোষণার ১৮ নম্বর অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্ন তুলেছে, তাতে কোনও পরিবর্তন আনা হয়নি।