একসঙ্গে এসএসসি পাস: ছেলের চেয়ে এগিয়ে মা
ডেস্ক রিপোর্ট:
নাটোরের গুরুদাসপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেছেন মা ও ছেলে। তারা হলেন উপজেলার আনন্দনগর গ্রামের আলমগীর হোসেন রঞ্জুর স্ত্রী তাহমিনা বিনতে হক ও ছেলে তাওহীদুল ইসলাম।
মা পেয়েছেন জিপিএ ৪.২৩ ও ছেলে পেয়েছে জিপিএ ৪.০৬।
তাহমিনা বলেন, ছেলে তাওহীদুল ইসলামকে লেখাপড়া করাতে গিয়ে আমি নিজেও স্কুলে ভর্তি হই। আমরা মা-ছেলে প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা লেখাপড়া করতাম। তাওহীদুল আরো বেশি ভাল ফল করলে ভাল লাগতো। তবে মা ও ছেলে দু’জনই পাস করায় ভাল লাগছে।
আগামীতে ছেলে আরো ভাল ফল করবে এমন প্রত্যাশা করি।উপজেলার বড়াইগ্রামের জোনাইল আইটি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি পাশ করেছেন। আর ছেলে তাওহীদুল ইসলাম জোনাইল এলাকার দ্বারিকুশি প্রতাপপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
তাহমিনার স্বামী আলমগীর হোসেন রঞ্জু বলেন, স্ত্রী ও সন্তান পাস করায় অনেক খুশি। সংসারের ব্যস্ততার মাঝেও স্ত্রীর এমন ফলাফলে আনন্দিত। ছেলে আগামীতে আরো ভাল ফলাফল করে সে দিকে নজর রাখবো। তাহমিনা যদি লেখাপড়া চালিয়ে যেতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই। উচ্চ শিক্ষা নিতে আমি তাকে উৎসাহ দেবো।