আইপিএলে কোন দলের পয়েন্ট কত?

ডি এস ডেস্ক:
আইপিএলের ১১তম আসর বেশ জমে উঠেছে। এরই মধ্যে সোমবার (৭ মে) পর্যন্ত এ আসরের ৩৯তম ম্যাচের খেলা শেষ হয়েছে। প্রতিটি দল প্লে-অফ যেতে নিজেদের সর্বোচ্চ টুকু দিয়ে বিপক্ষ দলের সঙ্গে লড়াই করে যাচ্ছে।
চলুন জেনে নেয়া যাক, আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিল তালিকা-
প্রথম অবস্থানে সানরাইজার্স হায়দরাবাদ: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৮টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলটি ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে হেরেছে।
দ্বিতীয় অবস্থানে চেন্নাই সুপার কিংস: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৭টি ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। দলটি ১০ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে।
তৃতীয় অবস্থানে কিংস ইলাভেন পাঞ্জাব: এখন পর্যন্ত আসরের ৯ ম্যাচ খেলে ৬টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কিংস ইলাভেন পাঞ্জাব। দলটি ৯ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে।
চতুর্থ অবস্থানে কলকাতা নাইট রাইডার্স: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৫টি ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটি ১০ ম্যাচ খেলে ৫টিতে হেরেছে।
পঞ্চম অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৪টি ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটি ১০ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে।
ষষ্ঠ অবস্থানে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু। দলটি ১০ ম্যাচ খেলে ৭টিতে হেরেছে।
সপ্তম অবস্থানে দিল্লী ডেয়ারডেভিলস: এখন পর্যন্ত আসরের ১০ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। দলটি ১০ ম্যাচ খেলে ৭টিতে হেরেছে।
অষ্টম অবস্থানে রাজস্থান রয়েলস: এখন পর্যন্ত আসরের ৯ ম্যাচ খেলে ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে রয়েছে রাজস্থান রয়েলস। দলটি ৯ ম্যাচ খেলে ৬টিতে হেরেছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এবারের আইপিলের পর্দা ওঠে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হয় আইপিএলের ১১তম আসর। ৮ দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটির শেষও হবে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলার মধ্যদিয়ে।
৯টি মাঠে ৫১ দিন ধরে ধুম-ধাড়াক্কা এই টি-২০ টুর্নামেন্ট চলবে। এবারও মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্ট মাতাচ্ছেন বিশ্বের একঝাঁক তারকা ক্রিকেটার।
এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন দুই জন ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিব ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন মোস্তাফিজ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)