তালায় ভ্রাম্যমাণ আদালতে দু’ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় দু’ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত যথাক্রমে একজনকে এক বছর আট মাস ও অপর জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন এ আদেশ দেন।
তালা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২৮)ও মহন্দী গ্রামের ইনসাফ আলী শেখ’র ছেলে রেজাউল শেখ (৪০)কে মাদক বিক্রিকালে গ্রেফতার করে।
এসময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন উপরোক্ত আদেশ প্রদান করেন।
তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: