শ্যামনগরে আওয়ামীলীগের বিশাল আনন্দ র্যালী ও আলোচনা সভা
আনিসুর রহমান,শ্যামনগর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অতিসম্প্রতি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল উইমেন লিডারশীপ এ্যাওয়ার্ড-২০১৮ তে ভূষিত হওয়ায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা প্রেসক্লাব চত্ত্বর হতে তিন সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সংশ্লিষ্ট আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এর নেতৃত্বে বিশাল আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্ত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি জগলুল হায়দার। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন বিশ্ব নেতৃত্বে তিনিই সেরা এবং তার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। দেশে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও শেখ হাসিনা কে জয়যুক্ত করার আহবান জানান। জেলা যুবলীগ নেতা স.ম আব্দুস সাত্তার এর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান ও পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অসীম কুমার মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মণ্ডল, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আকবর কবীর, চেয়ারম্যান এ্যাড. আতাউর রহমান, আলহাজ্জ্ব মোঃ শমসের ঢালী, রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মণ্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি কামরুল হায়দার নান্টু, সেক্রেটারি মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, কুমুদ রঞ্জন গায়েন, প্রভাষক মোশারফ হোসেন, সোহেল রানা বাবু, নুরুজ্জামান টুটুল, উপজেলা যুবলীগ সেক্রেটারি মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা তাঁতীলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকরামুল কবীর লায়েস, সেক্রেটারি আব্দুল হাকিম সবুজ সহ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।