কালিগঞ্জে ১১ কেজি রুপাসহ ভ্যানচালক আটক
মো: আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়া শিমলা এলাকা হতে ১১ কেজি রুপাসহ এক ভ্যানচালককে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ। শুক্রবার সকালে আটকের এ ঘটনা ঘটে।
আটককৃত ভ্যান চালকের নাম খালেক গাজী(৩২)। সে কালিগঞ্জের ভাড়া শিমলা গ্রামের জব্বার গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনের রাস্তা দিয়ে আসা একটি ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ভ্যানের উপরে থাকা ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ কেজি রুপা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬৪ হাজার টাকা। এসময় ভ্যান চালক খালেক গাজীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us: