সাতক্ষীরায় আবারও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১৫ মামলার আসামি নিহত: অস্ত্র-গুলি উদ্ধার
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরায় আবারও পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নবাব আলী নামে ১৫ মামলার এক আসামি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি রামদা ও সোরা উদ্ধার হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
রোববার (২৯ এপ্রিল) ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নবাব আলী সদর উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবাদেরহাট এলাকায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি ছুড়লে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নবাব আলীর গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, চারটি রামদা ও সোরা উদ্ধার হয়।
পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল, কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রয়েছেন।
ওসি মারুফ আহমেদ আরও জানান, নবাব আলী হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলার আসামি ছিলেন।
Please follow and like us: