সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
প্রেস বিজ্ঞপ্তি :
সুন্দরবন ট্রেক্সটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুন্দরবন টেক্সটাইল মিলস কর্মকর্তা মো: খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুন্দরবন ট্রেক্সটাইল মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলম খান, সদস্য আফজাল হোসেন, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষিকা মনোয়ারা খাতুন, শিক্ষক গাজী শাহাজাহান সিরাজ, নজীর আহমেদ, মোঃ শহীদুাল্লাহ, লতিফা খাতুন, জহিরুল ইসলাম, শাহজাহান সিরাজ, উত্তম কুমার দাস, কাকলী দেবনাথ, অরুনকান্তি সানা, রাজিয়া খাতুন, শাহানা আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা খাতুন, সহকারী শিক্ষক এস এম হাবিবুল হাসান, মুক্তা বানু, উম্মে কুলসুম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে এবং এদেশের একজন সুনাগরিক হতে হয়ে দেশের সেবা নিজেদের কে নিয়োজিত করতে হবে।
Please follow and like us: