সাতক্ষীরায় বাল্যবিবাহ,ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় বাল্যবিবাহ,যৌতুক,ইভটিজিং ও ধর্ষণ প্রতিরোধে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় সাতক্ষীরা সদরে আঃ করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালিত হয় শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে। বাল্যবিবাহ,যৌতুক,ইভটিজিং ও ধর্ষণসহ সকল অন্যায়কে লাল কার্ড ও ভালো কাজকে সবুজ কার্ড প্রদর্শন করে ৩০০ শিক্ষার্থী শপথ নিয়েছে তারা কখনো মাদক, বাল্যবিবাহের সাথে নিজেকে জড়াবে না।
আঃ করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বিশ্বাস সুদেব কুমার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,এএসপি সাতক্ষীরা সদর সার্কেল, মেরিনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, একাত্তর টিভির সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক বরুণ ব্যানার্জী।