দেবহাটায় ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আলফার আর্থিক সহায়তা প্রদান
মোমিনুর রহমান,দেবহাটা :
দেবহাটায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার বিকালে সখিপুর ইউনিয়নের মাঘরী ও চন্ডিপুর গ্রামে এ সহায়তা প্রদান করেন। এসময় তিনি নিজস্ব অর্থায়নে মাঘরী গ্রামের মৃত দিনআলী মোল্যার ছেলে রবিউল ইসলামকে সাত হাজার টাকা, একই গ্রামের আলাউদ্দীন মোল্যার ছেলে পত্রিকা পরিবেশক হাফিজুল ইসলামকে দুই হাজার টাকা, চন্ডিপুর গ্রামের কিনু সরদারের ছেলে প্রতিবন্ধী রফিকুল ইসলামকে আড়াই হাজার টাকা প্রদান করেন। এছাড়া মাঘরী গ্রামের যফুর কারিকরের ছেলে হাফিজুল ইনলাম, মৃত নাটু কারিকরের ছেলে রাশিদুল কারিকর, চন্ডিপুর গ্রামের মৃত আদর আলীর ছেলে বাবর আলী এবং কেরামতুল্লাহ গাজীর ছেলে আবুল হাসান গাজীর ক্ষতিগ্রস্থ বসত বাড়ি পরিদর্শন করেন এবং পরবর্তীতে তাদের সহায়তার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, আরতী রানী ঘোষ প্রমূখ।
Please follow and like us: