টিকেটে জমি জমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৪
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার টিকেটে বিরোধপূর্ন জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টিকেট পূর্ব পাড়ায়। আহতরা হলেন, অরুন মন্ডলের স্ত্রী রিনা মন্ডল, মৃত ভদ্রেশ্বর মন্ডলের পুত্র কানাই মন্ডল, বরুণ মন্ডল, মৃত দিপক মন্ডলের স্ত্রী বিভা রানী মন্ডল। আহতরা বর্তমানে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় কানাই মন্ডল বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, কুলিয়া ইউনিয়নের টিকেট পূর্ব পাড়ার কানাই মন্ডলের সাথে একই গ্রামের শেখর মন্ডলের ছেলে শংকর মন্ডলের মধ্যে দীর্ঘদিন জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন জমিতে শংকর মন্ডল গংরা মাটি ভরাট করে দখল করতে গেলে কানাই মন্ডল বাধা দিতে গেলে কেশব মন্ডলের ছেলে শংকর মন্ডল, হৃদয় মন্ডলের ছেলে মৃনাল মন্ডল, সুদ্র মন্ডলের ছেলে আকাশ মন্ডল তাদেরকে লাঠিসোটা দিয়ে এলোপতাড়ি ভাবে মারপিট করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কানাই মন্ডল বাদি হয়ে জড়িতদেও বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
Please follow and like us: