কলারোয়া নিম্নমানের ইটে রাস্তার কাজ বন্ধ করে দিলেন ইউএনও
কলারোয়া প্রতিনিধি:
বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর নিন্মমানের ইট ব্যবহার করে চলমান রাস্তার কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলার কাজীরহাট থেকে কেরালকাতা অভিমুখি এলজিইডির ওই রাস্তায় নিন্মমানের ইট ব্যবহার করায় সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করলে কলারোয়া নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবিসহ খবরটি প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন বৃহষ্পতিবার ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে সরেজমিনে সেখানে গিয়ে রাস্তার কাজ দেখে ও নিন্মমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে তিনি নিন্মমানের ইট ও খোয়া ব্যবহারের জন্য সাময়িকভাবে রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।সে সময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।
এ সময় ইউএনও মনিরা পারভীন জনসাধারণকে নিজেদের কাজ নিজেদের বুঝে নেয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইউপি সদস্য মোখলেছুর রহমান জানান- জনসাধারণের দাবী যে, খুব দ্রুত নিন্মমানের ইট ও খোয়া সরিয়ে ১নং ইট দিয়ে রাস্তার কাজটি সম্পন্ন করার।
Please follow and like us: