শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছে সাতক্ষীরার ২১ শ্যুটার
জাহিদ হোসাইন:
আন্তঃক্লাব জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন সাতক্ষীরার ২১ শ্যুটার। বুধবার সকালে আন্তঃক্লাব জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২১ জন শ্যুটারকে শুভ কামনা ও বিদায় জানান সাতক্ষীরারা র্যাফেল ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।
২৬-২৯ এপ্রিল ঢাকার গুলশান শ্যুটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় সাতক্ষীরা র্যাফেল ক্লাবের ২১ প্রতিযোগী অংশ গ্রহণের জন্য আজ উদ্দেশ্যে রওনা হবেন। ২২ রাইফেল, ১৭৭ এয়ার রাইফেল, ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল, ১৭৭ এয়ার পিস্তল ইভেন্টে তারা অংশ গ্রহণ করবেন। টিম ম্যানেজার ও কোর্চ হিসেবে তাদের সাথে যাচ্ছেন ইসা গাজী ও মার্দিয়া সুলতানা রাখি।
প্রতিযোগীদের বিদায়ী মুহূর্তে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা র্যাফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান বাহার বুলবুল, ট্রেজারার সৈয়দ মাহমুদ হক মুন্না, অফিস সেক্রেটারী ডি এম শহিদুল ইসলাম। আন্তঃক্লাব জাতীয় শ্যুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন, আমীর, সাইফুল্লাহ, সৌরভ, মুশফিক, মোস্তফা, নাফি, শিশির, রনক, আব্দুল্লাহ, মায়িশা, ইসরাত, আয়েশা, সিনথিয়া, মালিহা, সেজুতি, রাইনা, সাদিয়া, রাখি, সিলভিলা, কাব্য ও হিরক।
Please follow and like us: