নেতা-কর্মীদের ফুলে সিক্ত হলেন যুবলীগ নেতা আব্দুল মান্নান
শহর প্রতিনিধি:
কারাগার থেকে বেরিয়ে আসর সাথে সাথে সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাকে সাথে নিয়ে মটর সাইকেল শোডাউন দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা। পরে সাতক্ষীরা নউমার্কেটস্থ শহীদ স.ম আলাউদ্দীন চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিকাল ৫ টায় সদর আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সাঈদসহ আওয়ামীলীগ ও যুবলীগের শতশত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ পৌর আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনছুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর শাহিন, যুবলীগ নেতা বাবু ও ছাত্রলীগ নেতা তৌকিরসহ আরও কয়েকজন আহত হন।
ওই দিনই আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে আব্দুল মান্নানকে প্রধান আসামি করে ও ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫ জনের নামে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ওই রাতেই আব্দুল মান্নানকে খুলনার একটি বাড়ি হতে আটক করে সাতক্ষীরা পুলিশ। এরপর থেকে তিনি জেল হাজতে ছিলেন। আজ দুপুরে দুপুরে সাতক্ষীরা জেলা জজ আদালতে আব্দুল মান্নানের জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার তার জামিন আবেদন মঞ্জুর করেন।
Please follow and like us: