জামালনগর পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামালনগর পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা করা হয়েছে । বুধবার বিকালে জামালনগর পল্লী সমাজ কার্যালয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সমাজের সভা প্রধান সুপ্রিয়া রানী।
বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য আসমা পারভিন। এফও (সিইপি) উজ্জ্বল হোসেনের পরিচালনায় উজ্জীবক রীনা সরকার, রফিকুল ইসলাম, অনিমেষ সানা, এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: