ক্রেডিট কার্ড জালিয়াতির মূলহোতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
পাঁচ ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতির সন্দেহভাজন মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে এ তথ্য জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ।
জানা গেছে, সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে কয়েক হাজার ক্লোন কার্ড ও কার্ড তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে।
তবে তার নাম-পরিচয় জানায়নি সিআইডি।
গত ১০ মার্চ ক্লোন কার্ড দিয়ে ঢাকার পাঁচটি ব্যাংকের অর্ধশত গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র।
বিভিন্ন ব্যাংকের এটিএম ও পয়েন্ট অব সেলস (পিওএস) থেকে ওই অর্থ তুলে নেওয়া হয়। পরে গ্রাহকদের অভিযোগ পেয়ে ব্যাংকগুলো নিশ্চিত হয় এবং পুলিশ তদন্ত শুরু করে।
দুই বছর আগে কার্ড ক্লোন করে এটিএম থেকে টাকা তুলে নেয়ার সময় ঢাকায় এক চীনা নাগরিককে আটক করা হয়েছিল। তার সঙ্গে আরও অন্তত দুজন চীনা নাগরিক জড়িত বলে তখন পুলিশ জানিয়েছিল।
তারও আগে আরেক জালিয়াতির পর এক ইউরোপীয়কে আটক করা হয়। তখন কয়েকজন ব্যাংক কর্মকর্তাও ধরা পড়েছিলেন।
বর্তমানে দেশে প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। আর ডেবিট কার্ড রয়েছে প্রায় ৬০ লাখ। দেশের ৫৭ ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংক কার্ড সেবা দিচ্ছে।
Please follow and like us: