কলারোয়ায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসীম কুমার স্বর্ণকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম, শেখ সাবের হোসেন, প্রভাষক তৌহিদুর রহমান প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন জানান, ৩০ জন সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে ৫ দিনব্যাপি এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য হলো: সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রমের গতিশীলতা।
Please follow and like us: