অবশেষে কালিগঞ্জ থানার দুর্নীতিগ্রস্ত ওসি সুবীর দত্তের বদলী
মোঃ আরাফাত আলী :
পুলিশ জনতা,জনতাই পুলিশ” এই কথা বাংলাদেশ পুলিশের মূল নীতি থাকলেও কালিগঞ্জ থানার ওসি সুবির দত্ত ছিলেনএই শ্লোগানের বিপরীত মূখী পুলিশ কর্মকর্তা। তার কথা পুলিশই রাজা বাকি সবাই তার প্রজা এটাই কায়েম করার জন্য কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে দালাল চক্র সহ সহিংসতা মামলার আসামীদের রক্ষায় পুলিশের মূল নীতিকে দূরে রেখে ব্যক্তি স¦ার্থে চাঁদা বাজি থেকে শুরু করে নিরীহ মানুষের উপর চালিয়েছে স্ট্রিম রোলার।
কালিগঞ্জ থানা এলাকায় বি,এন, পি কিংবা জামায়াত শিবির নয়, পুলিশ আতংকে বাড়িছাড়া হয়েছেন একালাকার জনপ্রতিনিধি সহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে শুরু করে দিন মজুর। এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ একাধিক ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের সঠিক তদন্তে বিতর্কিত দুই উপ-পরিদর্শক ক্লোজড করার পরে গত মঙ্গলবার বদলী হলেন ওসি সুবির দত্ত।
উল্লেখ্য যে কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে গত (১১/১১/২০১৭) তিনি যোগদান করেন। থানায় যোগদানের পর থেকে এলাকার নিরীহ মানুষদের তুলে নিয়ে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেওয়া, মাদক ব্যবসায়ীদের প্রাধান্য দেওয়া, জনপ্রতিনিধিদের ধরে মিথ্যা মামলায় জেলে পাঠানো ও জনগনের প্রয়োজনে কাজে না আসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল রাতে থানার পরিদর্শক (তদন্ত) রাজীব হোসেনের নিকট দায়িক্ত বুঝিয়ে দিয়েছেন পরিদর্শক সুবীর দত্ত।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান কালিগঞ্জ থানার ওসি সুবীর দত্তের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: