আশাশুনিতে দরিদ্র মা’দের ভাতার চেক বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে দরিদ্র মা’দের জন্য মাতৃত্বকালীন ভাতার টাকার চেক বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
মা ও শিশু মৃত্যু ও স্বাস্থ্য নিশ্চিত করার জন্য গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর ভাতার চেক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এরই আওতায় জুলাই’১৭ হতে ডিসেম্বর’১৭ পর্যন্ত ৬ মাসের ভাতার টাকা বাবদ প্রত্যেককে প্রতিমাসে ৩০০০ টাকা কওে ১৮০০০ টাকার চেক প্রদান করা হচ্ছে। উপজেলার ১১ ইউনিয়নে ১৩২ জন করে ১৪৫২ জনকে ১৮০০০ টাকা করে সর্বমোট ৪৩ লক্ষ ৫৬ হাজার টাকার চেক প্রদান করা হচ্ছে। ভাতাভোগিরা তাদেও স্ব-স্ব একাউন্টে জমা হওয়া টাকা এই চেকের মাধ্যমে উত্তোলন করবেন। চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনসহ অন্য কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: