আশাশুনিতে আয়বর্ধক কর্মসূচির আওতায় প্রশিক্ষণ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক কর্মসূচির (আইজিএ) আওতায় ৩ মাসের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়াধিন আইজিএ কর্মসূচির আওতায় আশাশুনিতে বিউটিফিকেশন ও ভার্মিং কম্পোষ্ট বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, স ম সেলিম রেজা মিলন, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপংকর কুমার সরকার, আঃ আলিম মোল্যা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অরুণ ব্যানার্জী, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: