বিশ্ব একাদশে এবার সাকিব, রয়েছেন তামিমও
স্পোর্টস ডেস্ক:
বিশ্ব একাদশের হয়ে গত বছর পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম ইকবাল। এবার খেলবেন ঘূর্ণিঝড়ে আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য। তবে বাংলাদেশ থেকে এবার তিনি একাই নন; বিশ্ব একাদশে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানও।
আগামী ৩১ মে টি-টোয়েন্টি ম্যাচটি ইংল্যান্ডে ক্রিকেটের মক্কা নামে পরিচিত লর্ডসে অনুষ্ঠিত হবে। বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মারগান।
সাকিব, তামিমদের মতো বিশ্ব একাদশের হয়ে খেলতে যাচ্ছেন আফগান স্পিনার রশিদ খান। বর্তমানে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ বোলার রশিদ।
ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। আর এই স্টেডিয়াম পুরোপুরি মেরামত করতে প্রয়োজন অনেক অর্থ। এর জোগান দিতেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রীতি ম্যাচ। যেখানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে মাঠে নামতে যাওয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসেরা পেরেরা। আগেই ঘোষণা করা হয়েছিল যে এই ম্যাচে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান।
এমন খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তামিম আইসিসির বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট এমনই একটি খেলা যা মানুষকে এক সূত্রে বাঁধে, একে অন্যকে সহায়তা করে। এই ম্যাচ সেই সত্যতার সাক্ষ্য বহন করছে। আমি আবার বিশ্ব একাদশকে প্রতিনিধিত্ব করতে পারবো বলে উচ্ছ্বসিত।’
তিনি আরো যোগ করেন, ‘যদি ক্রিকেট বিশ্ব ক্ষতিগ্রস্ত ভেন্যুর নির্মাণে ছোট্ট ভূমিকা রাখতে পারে তাহলে এটা হবে খুবই ছোট প্রতিদান। বিপরীতে যার ফলাফল হবে সুদূরপ্রসারী।’
লর্ডসে পুনরায় খেলতে পেরে গর্ব বোধ করছেন তামিম। সেই আনন্দের কথা লুকিয়ে রাখেননি। আইসিসির বিবৃতিতে তিনি আরো বলেছেন, ‘লর্ডসে খেলা মানে অনেক ক্রিকেটারের জন্যে গর্বের। আমার এখানে খেলার অভিজ্ঞতা হয়েছিল একবার ২০১০ সালে। তাই পুরনো স্মৃতি পুনরুজ্জীবিত করতে মুখিয়ে আছি।’
এদিকে রশিদ খান বলেছেন, ‘ক্রিকেটের অন্যতম বিশ্বস্ত একটি দলকে সাহায্য করতে আমাকে বিশ্ব একাদশে নেয়ায় আমি খুবই গর্বিত। এটা আমার ও দেশের জন্য দারুণ সম্মানের।’
ম্যাচটিতে কার্লোস ব্র্যাথওয়েটের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলে খেলবেন ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, স্যামুয়েল বদ্রি ও আন্দ্রে রাসেলের মতো তারকারা।
এ পর্যন্ত বিশ্ব একাদশের স্কোয়াড : ইয়ান মরগান (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, রশিদ খান, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও থিসারা পেরেরা।
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড : কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটকিপার), রায়াদ এমরিট, অ্যাশলে নার্স, কেমো পল, স্যামুয়েল বদ্রি ও কেশরিক উইলিয়ামস।
Please follow and like us: