দেবহাটায় সহকারী সচিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় এলাকাবাসীর মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের কৃতি সন্তান র্যাব হেডকোয়ার্টাস’র সিনিয়র সহকারী সচিব ও সিনিয়র ম্যাজিস্ট্রেট আকবর আলীর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। সোমবার বেলা ৪টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পারুলিয়া বাসস্টান্ডে এ মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, গ্রামের যে স্থান দিয়ে পানি নিষ্কাশন হত সেই স্থানের সরকারি জমি দখল করে খেজুরবাড়িয়া গ্রামের আফসার আলী পাকাঘর স্থাপন করে বসবাস করছে। গ্রামের জলাবদ্ধতা নিরাসনে জন্য ড্রেন স্থাপন নিয়ে আফসার আলীর সাথে এলাকাসীর গোলযোগ সৃষ্টি হয়। সরকারি জমি ছেড়ে দিতে এলাকাবাসী আফসারের কাছে দাবি জানালে তাদের বিরুদ্ধে উল্টো বিভিন্ন স্থানে অভিযোগ করে। এমনকি উক্ত জমির পরিবর্তে ব্যক্তিগত জমি থেকে আফসার আলীকে জমি দিতে রাজি হলেও সে মানতে নারাজ ছিল। এমনকি বিগত বর্ষার মৌসুমগুলোতে আফসার আলী ভেড়ি বাধের কারণে এলাকায় প্রতিবছর ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এলাকার রাস্তাঘাট ডুবে যেয়ে এলাকার সীমাহীন ক্ষয়-ক্ষতির সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তার নামে মামলা করে মামলাবাজ আফসার। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট হয়ে খেজুরবাড়িয়া গ্রামের কৃতি সন্তান সিনিয়র ম্যাজিস্ট্রেট আকবর আলীর নিকট যায়। তিনি এলাকাবাসীর অভিযোগ শুনে উভয়পক্ষের সাথে শান্তিপূর্ণ মীমাংসার জন্য এগিয়ে আসলে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন আফসার। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকার ৫ শতাধিক নারী-পুরুষ প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। তারা ব্যানারে লিখে, প্লার্কাড, ফেস্টুন, কাগজে লিখে প্রতিবাদ জানায়। তারা ভূমিদস্যু আফসারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন ঘোষণা দেন।
বিষয়টি নিয়ে র্যাব হেডকোয়ার্টার’র সিনিয়র সহকারী সচিব ও সিনিয়র ম্যাজিস্ট্রেট আকবর আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, “ আমি সত্য এবং গ্রামবাসীর পক্ষে অবস্থান করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আমার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা অভিযোগের বিষয়টির তীব্র নিন্দা জানাই।”
Please follow and like us: