কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ইউএস এ আইডির খাদ্য নিরাপত্তা কার্যক্রম নবযাত্রা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কালিগঞ্জের সহযোগিতায় ২৩ এপ্রিল সকাল ১০ টায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জাতীয় পুষ্টি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান এর উপস্থিতিতে র্যালীটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের হল রুমে খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ইন্সেপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের কালিগঞ্জ এম জে এইচ অফিসার লিনা হেলেনা গমেজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, আতিকুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো দেশ ব্যাপী পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮, ২৩ থেকে ২৯ এপ্রিল। এ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নবযাত্রা প্রকল্পের জ্যেঠ আয়োজনে সপ্তাহ ব্যাপী স্বস্থ্য সচেতনতা মূলক অনুষ্ঠিত হবে।
Please follow and like us: