কলারোয়ায় ধর্ষণের কয়েক ঘণ্টার মাথায় বন্দুকযুদ্ধে ‘ধর্ষক’ নিহত
স্টাফ রিপোর্টার:
শনিবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শিশু ধর্ষক মামলার আসামি সোহাগ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান ,শনিবার বিকালে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (ফারিয়া খাতুন , ৯ বছর) জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের সামছুর সরদারের ছেলে সোহাগ। এ ঘটনায় একটি মামলা হয়।
https://youtu.be/compZJS2IOg
তিনি জানান রাতে আসামি সোহাগকে ধরতে পুলিশ অভিযানে নামে। রাত আড়াইটার দিকে পুলিশ সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক যুবককে চ্যালেঞ্জ করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে । দুই পক্ষে গোলাগুলির পর হিজলদির ওই মাঠে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে দ্রুত কলারোয়া হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তাকে সোহাগ সরদার হিসাবে শনাক্ত করা হয়েছে।