সাতক্ষীরায় ৪৮তম ধরিত্রী দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা
শহর প্রতিনিধি :
“প্লাস্টিক দূষণের পরিসমাপ্তি, সুস্থ সুন্দর ধরিত্রী” এই শ্লোগান কে সামনে রেখে ৪৮তম ধরিত্রী দিবস ২০১৮ উপলক্ষে ২২ এপ্রিল ২০১৮ বিকাল ৪:৩০টায় সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ড, জার্মানির সহযোগিতায় সুন্দরবন ফাউঃ সাতক্ষীরা জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন উন্নয়নকর্মী পারেশন পাল। আলোচকরা মানব জীবনসহ সকল প্রাণীকুল ও পরিবেশ আজ প্লাস্টিক দূষণের ফলে হুমকির মুখে বলে সভায় প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর রাসায়নিক পদার্থের সরাসরি সংস্পর্শ এবং খাদ্য উপাদানে প্লাস্টিকের উপস্থিতিসহ সর্বত্রই প্লাস্টিকের ব্যবহার আধিক্যতার কমানোর উপর গুরুত্বারোপ করেন সাথেসাথে বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে ঢেলে সাজাতে সরকারের প্রতি দাবী জানান। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি মো. সাকিবুর রহমান, পাপিয়া আক্তার, শিরিনা আক্তার, মমতাজ বেগম, খুরশীদ জাহান, আব্দুস সালাম প্রমুখ। ধরিত্রী দিবসের সভায় কিনোট পাঠ করেন মহুয়া মঞ্জুরি এবং সভাটি সঞ্চালনা করেন শেখ আফজাল হোসেন।
Please follow and like us: