চীনে নৌকা উল্টে ১৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ চীনের গুইলিন শহরে মাঝ নদীতে ড্রাগন নৌকা উল্টে ১৭ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় পানির স্রোতে অনেকে ভেসে গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও অনেকে মারা যায়।
শনিবার শহরের তাও হুয়া নদীতে বাইচ প্রতিযোগিতার প্র্যাকটিসের সময় এ দুর্ঘটনাটি ঘটে।
দু`টি নৌকাতে ৬০ জন ছিলেন। হঠাৎ নৌকা দু`টি উল্টে যায়।
চীনের সরকারি সংবাদসংস্থা জিং হুয়া বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, এই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সকাল থেকে শুরু উদ্ধার কাজ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয়।
স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার জন্য গ্রামবাসীদের দায়ী করে জানিয়েছে, গ্রামবাসীরা কোন অনুমতি ছাড়াই নদীতে বাইচ প্রতিযোগিতার প্র্যাকটিস করছিল।
Please follow and like us: