ইয়াবা পাচারকালে নারী ক্রিকেটার আটক
ডি এস ডেস্ক:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ইয়াবা পাচারের সময় নাজবীন খান মুক্তা (২৩) নামে এক নারী ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুক্তা ময়মনসিংহ জেলার ত্রিশাল মঠবাড়ি এলাকার আবুল খায়েরের মেয়ে।
রবিবার (২২ এপ্রলি) ভোরে নগরীর নতুন ব্রিজ এলাকার গোলচত্বর থেকে তাকে আটক করা হয়।
মুক্তা পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি ঢাকা প্রিমিয়ার লীগের আনসার দলের নিয়মিত ক্রিকেট খেলোয়াড়।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘মুক্তা ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’
Please follow and like us: