আশাশুনিতে দেওয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকালে শোভনালীর লতাখালী গ্রামে এ দর্ঘটনা ঘটে।
লতাখালী গ্রামের মৃত জিনাতুল্লাহ গাজীর ছেলে আক্কাছ গাজী তার মাটি দিয়ে নির্মিত ঘরের দেওয়ালের গোড়া (ভীত) নষ্ট হয়ে যাওয়ায় দেওয়ালে বাঁশ-খুটি দিয়ে ঠেকনা (পেলা) দিয়ে রেখেছিলেন। শনিবার বেলা ৩ টার দিকে খুঁটি নামিয়ে দেওয়াল ভেঙ্গে ফেলানোর জন্য তিনি কাজ করছিলেন। অসতর্কতা বশতঃ কয়েকটা খুঁটি নামিয়ে নেওয়ার সাথে সাথে দেওয়াল ভেঙ্গে তার গায়ের উপর পড়ে। তিনি দেওয়ালের ধাক্কায় মুখ থুবড়ে কাঠের উপর পড়লে তার মুখমন্ডলও থেতলে যায়। আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Please follow and like us: