অপুর সঙ্গে চেয়ারম্যানের যা হলো!
বিনোদন ডেস্ক:
এবার, বৈশাখের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে দেখা গেছে, চিত্রনায়িকা অপু বিশ্বাস নাচছেন। তবে সেখানে তিনি একা নন, সঙ্গে রয়েছেন সে এলাকার চেয়ারম্যান।
ঘটনা হলো, ‘কারো প্রেমে পড়লাম নারে, মজা কি বুঝলাম নারে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ’ গানটিতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যানের সঙ্গে নাচলেন অপু বিশ্বাস। এটি শাকিব-অপু জুটির ‘জান কুরবান’ ছবির একটি গান।
এবারের বৈশাখটা তিনি জয়পুরহাটে উদযাপন করেছেন। সেখানে তিনি ১৬ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেন। এজন্য হেলিকপ্টারে সেদিন বিকালে ঢাকা থেকে সরাসরি মাত্রাই মডেল কলেজ মাঠে নামেন অপু বিশ্বাস।
বিষয়টা একটু খোলাসা করা যাক, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে প্রতিবছর গ্রামের জামাইদের বরণের মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করা হয়। এবার সেই বরণ উৎসবে হাজির ছিল সস্ত্রীক ১৬ হাজার জামাই। তাদের বিভিন্ন উপহারও দেন প্রতীকী শ্বশুর চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।
আর সেখানে গানের সঙ্গে সঙ্গে নাচেন অপু ও কালাই উপজেলার চেয়ারম্যান।
Please follow and like us: