৫০ বছরের অক্ষয় গুরুতর ‘আহত’!
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বর্তমানে তিনি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুরাগ সিংয়ের ‘কেশরী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে তাকে। ছবিটিতে বিশাল আকারের এক হলুদ পাগড়ি পরে হাবিলদার ইসহার সিংয়ের চরিত্র ফুটিয়ে তুলবেন এই অভিনেতা। তবে সম্প্রতি ‘কেশরী’ ছবির অভিনয় করতেই গিয়ে গুরুতর আহত হয়েছেন অক্ষয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে এই ‘কেশরী’ ছবির শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ৫০ বছর বয়সী অভিনেতা অক্ষয় কুমার গুরুতর আহত হন। বুকের পাজরে তিনি বেশ চোট পেয়েছেন। তাই অক্ষয়কে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, সুস্থ না হওয়া পর্যন্ত তিনি যেন শুটিং বন্ধ রাখেন।
এদিকে, অসুস্থ শরীর নিয়েই তিনি আবার ‘কেশরী’ ছবির শুটিং-এ অভিনয় করা শুরু করে দিয়েছেন। তবে এবার তিনি অ্যাকশন দৃশ্য থেকে দূরে আছেন। শরীর ভালো হলেই সেই দৃশ্যগুলোর কাজ করবেন।
জানা গেছে, ১৮৯৭ সালে ঘটে যাওয়া সারগড়ীর যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মাণ হচ্ছে ‘কেশরী’ নামের এই চলচ্চিত্রটি। ওই যুদ্ধে আফগানিস্তান ওরাকজাই উপজাতির ১ হাজার সেনার সঙ্গে লড়াই করেছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মাত্র ২১ জন শিখ। যার নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদার ইসহার সিং।
এদিকে, অক্ষয়ের ছবিটি ২২ মার্চ ২০১৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে।
Please follow and like us: