যৌতুকের জন্য স্ত্রীকে খুন
যশোর প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়ায় যৌতুকের দাবীতে নিজ স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী রিপন হোসেন(৩৮)। নিহতের নাম জোহরা খাতুন(৩৪)। সে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে। আর পাষন্ড স্বামী রিপন হোসেন শার্শা থানার বাগআঁচড়া সাতভাই পাড়া এলাকার মোসলেম গাজীর ছেলে।
নিহত জোহরার স্বজনেরা জানায়, দীর্ঘ ১৭ বছর আগে শার্শার বাগআঁচড়া এলাকার মোসলেম গাজীর ছেলে রিপনের সঙ্গে বালুন্ডা গ্রামের নুর ইসলামের মেয়ে জোহরা খাতুনেরর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী রিপন যৌতুকের দাবিতে ব্যাপক নির্যাতন করতে থাকে। প্রায়শই রিপনের চাহিদামত যৌতুক মেটাতে হতো জোহরার বাপের বাড়ি থেকে। যৌতুক না পেলে রিপন ক্ষিপ্ত হতো এবং স্ত্রী জোহরার উপর অমানুষিক নির্যাতন করতো। এনিয়ে পারিবারিক ভাবে ও গ্রাম্য শালিসে বহুবার মিমাংসা করা হয়েছে। এর মধ্যে জোহরা একটি ছেলে হলে তার তার উপর নির্যাতনের মাত্রা ব্যাপক বেড়ে যায়। বাচ্চার মুখের দিকে তাকিয়ে জোহরার বাপের বাড়ির লোকজন ব্যাপক টাকা খরচ করে রিপনকে বিদেশে পাঠিয়ে দেয়।
সেখান থেকে ২বছর আগে বাড়ির এসে আবারো স্ত্রী জোহরার উপর যৌতুকের দাবীতে ব্যাপক নির্যাতন করতে থাকে। জোহরা মারধোর সহ্য করতে না পেরে কয়েকবার বাপের বাড়িতে চলে যায়। রিপন আবার হাত-পা ধরে নিজ বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু কয়েকদিন ভালো থাকার পর আবার শুরু হয় নির্যাতন। এর মধ্যে এক বছর আগে তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু দিন দিন যৌতুকের দাবীতে রিপনের নির্যাতন বাড়তে থাকে। সেই নির্যাতন শেষ হয় শুক্রবার(২০এপ্রিল) সকাল ৯টার দিকে প্রতিবেশীরা ঘরের আড়ার সাথে উড়না দিয়ে ঝুলানো লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লাশের সুরতহাল কারী এস আই সাজ্জাদুর রহমান বলেন সুরতহাল রিপোর্টে নিহতের শরীরে অসংখ্যা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক রিপন তার পরিবারের লোকেরা বাড়ি থেকে পালিয়ে গেছে।