মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার মুরাদনগরে কাল বৈশাখী ঝড়ে ১৫টি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর এ তাণ্ডব চলে রাত পর্যন্ত।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতমোড়া, পায়ব, সয়ফুল্লাকান্দি আলীরচর, ঘোড়াশাল, নবীপুর, গকুলনগর, কুলুবাড়ী, বাখরনগরসহ আরো বেশ কয়েকটি গ্রামের শতাধিক ঘর-বাড়ি ও সহস্রাধিক গাছ-পালা বিধ্বস্ত হয়। শুশুন্ডা ও বাখরাবাদ এলাকায় ২টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সাতমোড়া গ্রামেই একটি মসজিদসহ অর্ধ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে এলাকায় একটি মোটা গাছ উপড়ে পড়ে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৭ টায় সড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম হাবীবুর রহমান বলেন, বিভিন্ন স্থানে বিদ্যুতের ক্যাবলের ওপর গাছ ভেঙে পড়েছে। সেগুলো মেরামতের কাজ চলছে। মেরামত শেষে বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ইউএনও মিতু মরিয়ম বলেন, কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন থেকে সহায়তা করা হবে। মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রশাসন, বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা কাজ করছে।
Please follow and like us: