বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ফের সতর্কতা!
ডি এস ডেস্ক:
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। অপরাধ ও সন্ত্রাসবাদের বিষয় উল্লেখ্য করে শুক্রবার (২০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়।
বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাফেরা, কাজ ও ভ্রমনে নিরাপত্তা গাইডলাইন কঠোরভাবে মেনে চলার নির্দেশ জারি করেছে। মার্কিনিদের নির্দিষ্ট স্থানের বাইরে ও সময়ে জনসমাগমস্থলে পায়ে হাঁটা ও দৌড়ানো এবং বাইকিং (মোটরসাইকেল, রিকশা ও সিএনজি)-তে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ফুটপাত ও বেশিরভাগ সররকারি প্রতিষ্ঠান এড়িয়ে চলতে বলা হয়েছে।
ওই নির্দেশিকায় বাংলাদেশকে‘লেভেল-দুই’ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ্যাৎ বাংলাদেশ ভ্রমণে উচ্চতর ঝুঁকি এবং নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাংলাদেশে সম্ভাব্য হামলার পরিকল্পনা করে যাচ্ছে। তারা সামান্য বা কোনও হুমকি না দিয়েই হামলা চালাতে পারে। তারা পর্যটন এলাকা, যোগাযোগ কেন্দ্র, বাজার বা শপিংমল, রেস্টুরেন্ট, ধর্মীয় স্থাপনা ও স্থানীয় সরকারি অফিসগুলোতে হামলা চালাতে পারে বলে নির্দেশিকায় বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় নাগরিকদের সতর্ক করে দিয়েছিল দেশটি।