প্রতাপনগরের শ্রীপুর-কুড়িকাহুনিয়া পাউবো’র বাঁধে ফাটল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়ায় পানি উন্নয়ন বোর্ডেও বেড়ী বাঁধে ফাটল শুরু হয়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবনের আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ ও উত্তর পার্শ্বে পাউবো’র ভেঁড়ী বাঁধ দীর্ঘ দিন সংস্কার না করায় জরা-জীর্ণ হয়ে পড়ে আছে। শুক্রবার ফাটল/ভাঙ্গন স্থানে যেয়ে দেখা যায় লঞ্চ ঘাটের দুই পার্শ্বে দু’টি পয়েন্টে ভেঁড়ীবাঁধে নতুন কওে ফাটল ধরেছে। এবং ১/৩ অংশ ভেঁড়ীবাঁধ নদী গর্ভে চলেগেছে। যে কোন মূহুর্তে বাঁধটি ভেঙ্গে কপোতাক্ষ নদের লোনা পানি প্রবেশ করে এলাকা প্লাবিত হতে পারে। বাঁধ ভেঙ্গে গেলে মানুষের ধান্য ফসলাদী, মৎস্য ঘের হাঁস-মুরগী, গরু-ছাগল, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের যান-মালের ব্যাপক ক্ষতি সাধন হবে। বারবার বাঁধ ভাঙ্গনের শিকার মানুষের মনে চরম অতংক বিরাজ করছে। এলাকার অধিকাংশ মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি গত তিন দিনধরে নিজ অর্থ খরচা করে স্থানীয় গ্রামবাসীদের অংশ গ্রহণে বাঁশের পাইলিং দিয়ে মাটিভরাট বস্তানিয়ে বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবিষয় উপজেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে মুটোফোনে কথা হলে তিনি জানান. ভেঁড়ীবাঁধ সংস্কারের জন্য টেন্ডার হয়েগেছে. ২৩ তারিখ ওপেনিং হবে। ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলি বলেন. ভেঁড়ীবাঁধ সংস্কারের টেন্ডার হয়েছে। ঠিকাদার অযথা সময় ক্ষেপণ করছেন। তার সময় ক্ষেপণ ও অবহেলার কারণে বেড়ীবাঁধের আজ এ অবস্থা বলে তিনি মন্তব্য করেন।
Please follow and like us: