নুরনগর নতুন মাছের সেট সংলগ্ন ধান ক্ষেতে ফেন্সিডিলের ছড়াছড়ি
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার নুরনগরের নতুন মাছের সেট সংলগ্ন ধান ক্ষেতে ফেন্সিডিলের বোতলের ছড়াছড়ি। সরেজমিনে গিয়ে দেখা যায় জমির মালিক তার বোরো ধান ক্টাার সময় প্রায় ১বিঘা জমির উপর ফেন্সিডিলের খালি বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
এবিষয় স্থানীয়দের ভাষ্যমতে এলাকায় মাদক সেবনকারীদের আনাগোনা এবং অবাধে বিচরন লক্ষ্য করেন তারা। মাদক সেবনকারীরা সংঙ্গবদ্ধ হওয়ায় কেহ মুখ খুলতে পারেন না বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। শ্যামনগর থানা পুলিশ যখন মাদক নিয়ন্ত্রনে শতভাগ প্রকাশ করছেন, ঠিক তখনই এই ধরনের মাদক সেবনের প্রমান পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। বিষয়টা ভাবিয়ে তুলেছে এলাকার স্কুল পড়–য়া ছাত্রদের অভিভাবকদের। কারন নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যলয়ের মাত্র ৫০গজের মধ্যে এই মাদক সেবনের প্রমান মিলেছে।
এই মাদকের মরণ থাবায় ধংশ হচ্ছে যুব সমাজ, আর নেশার টাকা যোগান দিতে গিয়ে জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে। এমতবস্থায় অত্র এলাকার মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ মহোদয়ের হস্তক্ষেপের দাবী জানিয়েছে সাধারন মানুষ।
Please follow and like us: