তালা উপজেলা জাসদের বর্ধিত সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:
২০ এপ্রিল শনিবার সকাল ১০টায় পাটকেলঘাটা ডাক বাংলো চত্বরে বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও মোল্যা আব্দুর রাজ্জাকের পরিচালনায় তালা উপজেলা জাসদের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দল মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলু।
সভায় বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ডা: প্রশান্ত দাশ, নগরঘাটা ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ মোক্তার আলী, সাধারণ সম্পাদক সরদার মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু মুছা, কুমিরা ইউনিয়ন সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ইসলামকাটী ইউনিয়ন সভাপতি মোঃ ইলিয়াস খা, জালালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলিম, জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, জাতীয় যুব জোট তালা উপজেলা সাধারণ সম্পাদক বিকাশ মুখার্জী প্রমুখ।
বর্ধিত সভায় ২৩ এপ্রিল কলারোয়া পাবলিক ইন্সটিটিউট চত্বরে জাসদ কলারোয়া উপজেলার সম্মেলন ও কাউন্সিলের সফলতা কামনা করা হয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তালা- কলারোয়া সাতক্ষীরা-১ আসনে নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়দুস সুলতান বাবলু। দলের পক্ষে সরবরাহকৃত লিফলেট যথাযথভাবে তালা উপজেলার ১২ ইউনিয়নে প্রচারের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়।
Please follow and like us: