কলারোয়ায় শিশু শ্লীলতাহানির ঘটনায় মামলা
কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়ায় ৮ বছরের এক শিশু কন্যার শ্লীলতাহানির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মুদি দোকানী পলাতক রয়েছে। শিশুটির মা বাদী হয়ে কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে।
শিশুটির মা ও স্থানীয় গ্রামবাসীরা জানান, শুক্রবার সকালে শিশুটি বাড়ির পাশে মুদি দোকানে খাবার কিনতে গেলে দোকানদার জাহাঙ্গীর হোসেন তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শ্লীলতাহানি করে। শিশুটির চিৎকার করলে দোকানী জাহাঙ্গীর হোসেন তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে ঘটনা খুলে বলে। এরপর শিশুটির মা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। পরে তিনি কলারোয়া থানায় জাহাঙ্গীর হোসেন কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নং-৩৪(০৪)১৮ দায়ের করেন। অভিযুক্ত মুদি দোকানী জাহাঙ্গীর হোসেন একই এলাকার মাসুদুর রহমানের ছেলে।
এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথ জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এদিকে নিপীড়নকারী জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।