আশাশুনিতে বিভিন্ন ভাতাভোগিদের বহি বিতরণ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলায় সরকারি ভাবে প্রদত্ব বিভিন্ন ভাতা ভোগীদের মাঝে তাদের ভাতা উত্তোলনের বহি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ বহি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১১ ইউনিয়নে বয়স্ক ভাতা, বিধাব ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার জন্য ভাতাভোগিদের তালিকা সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার এসব তালিকাভুক্তদের মাঝে ভাতা উত্তোলনের জন্য ব্যবহৃত বহি হস্তান্তর উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বহি বিতরণ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ড্রাগ সুপার মামুন অর রশিদ, উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বুধহাটা ইউনিয়নের ভাতাভোগিদের মাঝে বই বিতরণ করা হয়। ক্রমান্বয়ে সকল ইউনিয়নের ভাতাভোগিদের বহি বিতরণ করা হবে।
Please follow and like us: