সুন্দরবনে ৯০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ীতে ফিরেছে মৌয়াল
শ্যামনগর প্রতিনিধি :
সুন্দরবনের পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু বড় ভাই বাহিনীকে ৯০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে হযরত গাজী (৩৫) নামে এক মৌয়াল বাড়ীতে ফিরেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে অন্য একটি কাঁকড়া নৌকা যোগে সে বাড়ীতে ফিরে আসে। সে মথুরাপুর গ্রামের মেহের আলী গাজী ছেলে। গত বুধবার বিকালের দিকে সুন্দরবনের তেলাকাটা খাল এলাকা থেকে বনদস্যু বড় ভাই বাহিনী পরিচয়ে ওই মৌয়ালকে অপহরণ করা হয়। উল্লেখ্য, র্যাবের অভিযানে একের পর এক বনদস্যু বাহিনী আত্মসমর্পনের পরে চলমান মধু আহরণ মৌসুমকে কেন্দ্র করে আবারও নবাগত ৫ বনদস্যু বাহিনী সুন্দরবনে রাম রাজত্ব কায়েম করেছে। তন্মধ্যে দাদা ভাই, মুকুল ও মোক্তার বাহিনী উল্লেখ যোগ্য।
Please follow and like us: