সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে মাদক, সন্ত্রাস, জঙ্গি, নাশকতা মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলায় সাফল্যে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা শ্রেষ্ঠ হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় তিন পুলিশ কর্মকর্তাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় পুলিশ সুপারের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় ঘোষণা দিয়ে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ সাজাদ্দুর রহমান।
শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিতরা হলেন, কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ, জেলা গোয়েন্দা শাখার এস.আই মুনজুরুল হাসান, আশাশুনি থানার এ.এস.আই, জহুরুল ইসলাম,
সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজাদ্দুর রহমান জানান, গত মার্স মাসে জেলার পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে মাদক, জঙ্গি, নাশকতাসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট আসামীকে গ্রেফতার করে । আইন শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক উন্নয়নমূলক কাজ করায় জেলা পুলিশের পক্ষথেকে মোট ১৪ জন পুলিশ কর্মকর্তাকে পুরস্কাকৃত করা হয় ।
Please follow and like us: